আবো. ডেক্স :

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের মুলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার থেকে শুক্রবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত টানা অভিযানে চট্টগ্রাম মহানগরী ও বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাই তিনটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, চক্রের মুল হোতা মো. সুমন (২৭), মো. রিয়াদ (২২), দেলোয়ার হোসেন (২৬), আবু তালেব (৩১), আলমগীর হোসেন (৩৫), মো. রাসেল খাঁন (২৯) এবং মো. আনিছ (২৬)।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ১৮ ডিসেম্বর রাত দেড়টার দিকে হাটহাজারীর ফরহাদাবাদ এলাকায় একটি বাড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সাহায্যে চট্টগ্রাম মহানগরী ও বাঁশখালী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূলহোতা সুমনসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের শনিবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here