চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) পদে লালমনিরহাটের এসপি এসএম রশিদুল হককে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

এর আগে ২০১৬ সালের ১৯ জুলাই থেকে এসএম রশিদুল হক লালমনিরহাট পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

একই আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মো. আবদুল ওয়ারীশকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং উপ-কমিশনার হারুন উর রশিদ হাযারীকে পুলিশ সদর দফতরের টিঅ্যান্ডআইএমের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

২০০৩ সালে ২১তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন এসএম রশিদুল হক। ২০১৮ সালের ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ পান তিনি।

২০১৬ সালের ২০ জুলাই থেকে চট্টগ্রামের পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন নুরেআলম মিনা। সম্প্রতি তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। তাকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here