করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের পরীক্ষার জন্যে চট্টগ্রামে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ‌্যান্ড ইনফেকশনস ডিজিজ (বিটিআইডি) হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।

এ পরীক্ষার জন্য প্রয়োজনীয় করোনা শনাক্তকরণ কিট ইতোমধ্যেই চট্টগ্রামে পৌঁছেছে। আগামীকাল রোববার (২২ মার্চ) থেকেই সেখানে পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, ‘করোনাভাইরাস পরীক্ষায় চট্টগ্রামের বিটিআইডিতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কিটও আগামীকালের মধ্যে চট্টগ্রামে এসে পৌঁছাবে। চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে আক্রান্ত রোগীদের রাখার ব্যবস্থা করা হয়েছে।’

চট্টগ্রামে এখনও কোনো কেউ করোনাভাইরাস আক্রান্ত হননি বলেও জানান তিনি।

এদিকে বিটিআইডি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসান চৌধুরী বলেন, ‘আমরা চট্টগ্রামের আশঙ্কাজনক ব্যক্তিদের নমুনা সংরক্ষণ করে ঢাকায় আইইডিসিআরে পাঠাচ্ছি। আজও দুইজনের পাঠালাম। আমরা আগামীকাল তিন জন কর্মকর্তা পাঠাবো ঢাকায়। সেখানে ল্যাবরেটরি টেস্ট পরীক্ষার কিছু প্রশিক্ষণ হবে। আর এরপরই আমাদের এখানে পরীক্ষা শুরু হবে।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here