নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালী থেকে সানি বড়ুয়া (২২) নামের এক বাকপ্রতিবন্ধি যুবক হারিয়ে গেছেন।
তিনি উপজেলার পশ্চিম গোমদণ্ডী চরখিজিপুর গ্রামের রতন বড়ুয়ার একমাত্র ছেলে। রতন বড়ুয়া স্থানীয় একটি শিল্প কারখানায় শ্রমিকের কাজ করেন।
তিনি জানান, সানি প্রতিদিনের মতো গত ৯ মার্চ সকালে ঘর থেকে বের হয়ে আর ফেরনি। সে কথা বলতে পারে না।
কোনো সহৃদয় ব্যক্তি সানির খোঁজ পেয়ে থাকলে ও দেখলে ০১৮৪০৭১৩৫৬১ বা ০১৮৫৮২৭৩১২৩ নাম্বারে জানানোর অনুরোধ করেছেন তিনি।