বোয়ালখালী উপজেলা র্নিবাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যজিস্ট্্র্যাট মো. একরামুল ছিদ্দিক বলেন, দেশপ্রেমিক ও মানবতাবাদী মানুষ হওয়ার জন্য ধর্মীয় শিক্ষাই যতেষ্ট। সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে। গুজবে কান না দিয়ে সন্তানদের সাহসী ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে সততা ও পড়া লেখার প্রতি আরো মনোযোগী করে তুলার উপর গুরুত্বারুপ করেন। গত ০৭ আগষ্ট বুধবার সকাল ১১টায় বোয়ালখালী পৌর সদরের গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ জসীম উদ্দিন তৈয়বীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বদরুচ মেহের, পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম জাকারিয়া, অভিভাবক সদস্য কাজী মাও. তমীজ উদ্দিন, সাংবাদিক কাজী এম এস এমরান কাদেরী, মাওলানা হাসান চিশতি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা সরোয়ার কামাল আলকাদেরী, মো. কাউছার, মৌলানা আব্দুল মজিদ, এস এম ফোরকান রব্বানী, মো, মুছা, মো. ওবাইদুল মুস্তাফা, মৌলানা ওমর ফারুক, মিনু আকতার, মোহা. তৌহিদুল আলম, মমতাজ বেগম ও মাহফুজুল হক প্রমূখ।