নিজস্ব প্রতিবেদক: ‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাছাই প্রাণ” এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেল স্টেশন চত্বরে ফলদ বৃক্ষ রোপণ গাছের চারা লাগানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোমদন্ডী রেলওয়ে স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম, শিক্ষক গোলাম ফারুক, নুরুল আলম, রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম, পরিবেশ সংরক্ষণ কমিটি বোয়ালখালী সভাপতি রাজু দে, সাধারণ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন, রেলওয়ে স্টেশনের কর্মচারী উজ্জ্বল চন্দ্র দাশ, সোনা মিয়া, সানোয়ার হোসেন ও শিশু ফাতেমা সুলতানা নূরী।