বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী যোগাশ্রমে শ্রীমন্মহর্ষি হরিকৃপানন্দ স্বামীজী মুনি বাবার ১৬০তম আর্বিভাব মহোৎসব আগামীকাল রবিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
এতে অমিয়বাণী প্রদান করবেন স্বামী সুসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ। এ উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানামালায় রয়েছে উষা কীর্তন, বৈদিক শান্তি মন্ত্রপাঠ, নামকীর্তন সহকারে নগর পরিক্রমা, জাতীয় পতাকা ও গৈরিক ধ্বজা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করা হবে।
এছাড়া রয়েছে শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ, গুরু পূজা, শান্তিযজ্ঞ, ভোগরাগ যজ্ঞ, আনন্দগীতি, কীর্তন, সচেতন ও শিক্ষামূলক যাদু প্রদর্শন এবং মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবের এ আয়োজনে সকলের মঙ্গলময় উপস্থিতি কামনা করেছেন শ্রী শ্রী গোমদণ্ডী যোগাশ্রমের অধ্যক্ষ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী।