নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতলে উদ্বোধন করা হয়েছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের শো-রুম ওয়ালটন প্লাজা ।

রবিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার গোমদণ্ডী ফুলতলের আলী কমপ্লেক্সের ২য় তলায় এই ওয়ালটন প্লাজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের পি এস ডি টু হেড মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম বাবুল, প্রতিষ্ঠানের ল্যান্ড ওনার আলী কমপ্লেক্সের স্বত্বাধিকারী মোহম্মদ ইউছুফ, চট্টগ্রাম ডিভিশনের মোবাইল মনিটরিং মো. মোরশেদ তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বোয়ালখালী শাখার ম্যানেজার খালেদুল ইসলাম।

কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার মো. আরাফাত চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জোনের ক্রেডিট মনিটরিং অনিল চন্দ্র বিশ্বাস, চট্টগ্রাম পশ্চিম জোনের সিনিয়র এরিয়া ম্যানেজার ইমরুল কায়েস, চট্টগ্রাম পূর্ব জোনের এরিয়া ম্যানেজার আরিফ মঈন উদ্দিন, চট্টগ্রাম পশ্চিম জোনের ক্রেডিট মনিটরিং সীমান্ত শিকদার ও বোয়ালখালী মেম্বার সমিতির সাধারণ সম্পাদক মো. হাসান চৌধুরী । অনুষ্ঠানে পবিত্র কোরান তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ।

অনুষ্ঠানের শুরুতে কক্সবাজার ও চট্টগ্রাম জোনের সকল ম্যানেজারদের সাথে নিয়ে ফিতা কেটে ওয়ালটন প্লাজা বোয়ালখালী শাখার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ ।

অতিথিবৃন্দ বলেন, ওয়ালটন প্লাজার মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ওয়ালটন পণ্য এই এলাকার মানুষের হাতের কাছে পৌঁছে যাবে। এতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যাবে। ক্রেতারা এই প্লাজা থেকে সাশ্রয়ী নগদ মূল্যে এবং কিস্তি সুবিধায় ওয়ালটনের যাবতীয় পণ্য কিনতে পারবেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here