আলোকিত প্রতিবেদক: প্রাণঘাতী ভাইরাস Covid-19 সৃষ্ট করোনা মহামারি প্রতিরোধে বাংলাদেশ সরকার ঘোষিত ১৪ দিনের সাধারণ ছুটিতে গৃহবন্দী অসহায় কর্মহীন মানুষদের দ্বারে দ্বারে গিয়ে ২য় পর্যায়ে ‘খাদ্য সামগ্রী’ বিতরণ করেছে মোত্তাকীয়ে মাইজভাণ্ডারী ছৈয়দুর রহমানের পরিবারবর্গ ।
বোয়ালখালীর সারোয়াতলীর মোত্তাকীয়ে মাইজভাণ্ডারী ছৈয়দুর রহমানের পরিবারবর্গের উদ্যোগে গত ১ এপ্রিল (বুধবার) দিনব্যাপী সারোয়াতলীর বিভিন্ন জায়গায় অসহায় দুস্থ মানুষদের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন মোত্তাকীয়ে মাইজভাণ্ডারী ছৈয়দুর রহমানের পরিবারবর্গের পক্ষে মো. আবুল কালাম, মো. আবুল হাসেম, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল, স্যার আশুতোষ কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো. হেলাল, এ্যাডভোকেট স্বরুপ রায়, মো. মোজাহেরুল হক রকি, মো. ইশান, মো. শাকিল, মো. কপিল, মো. আনোয়ারুল আজিম শামিম, মো. মোরশেদ প্রমুখ।
এ সময় মোত্তাকীয়ে মাইজভাণ্ডারী ছৈয়দুর রহমানের পরিবারের পক্ষে মো. আবুুল হাসেম বলেন, টানা দীর্ঘ ১৪ দিনের সাধারণ ছুটির প্রায় এক সপ্তাহ অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ কর্মহীন সময়ে শ্রমজীবী খেটে খাওয়া মানুষগুলো করোনার চেয়েও অনাহারে মৃত্যুর দিন পার করছে; তারা করোনার আতংকে নয় বরং ক্ষুধায় কাতর। এ সময় আমাদের পরিবার তাদের পাশে থাকতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি এসময় স্থানীয় বিত্তশালীদের মানবতার এই চরম দুর্ভোগের মুহূর্তে নিন্মবিত্তের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।