এমরান হোসেন মিঠু
সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি, বিশিষ্ট সঙ্গীত শিল্পি, সঙ্গীত পরিচালক, বীর মুক্তিযোদ্ধা যদু গোপালবৈষ্ণব গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর সিটি সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন আছেন।
গত ২৪ অক্টোবর সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালকভাস্কর ডি. কে. দাশ মামুন’সহ সংস্কৃতিক কর্মী-সংগঠকগণ অসুস্থ যদু গোপাল বৈষ্ণবকে হাসপাতালে দেখতে যান এবং তাঁর আশু রোগ মুক্তিকামনা করেন- চবি সিনেট সদস্য সমাজ বিজ্ঞানী ড. মঞ্জুর-উল-আমিন চৌধুরী, সাংবাদিক বেলায়েত হোসেন, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, যুব নেতা ও সংগঠক হাবিবুর রহমান হাবিব, লায়ন উজ্জল কান্তি বড়–য়া, কবিয়াল আবদুল লতিফ, সাংবাদিক মুকুল শিকদার, সংগঠক তাজুল ইসলাম রাজু, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, প্রধান শিক্ষক তরনী কুমার সেন, শিক্ষিকা তাহেরা খাতুন, বীর মুক্তিযোদ্ধা এম.এ.সালাম, অভিনয় শিল্পী জাবের হোসেন, নাট্যকর্মী জাহানারা পারুল,বাচিক শিল্পী মেজবাহ চৌধুরী, কবিয়াল সন্তোষ কুমার দে, শিল্পী সমীর চন্দ্র সেন, সংগঠক প্রণব রাজ বড়–য়া, আইটি এক্সপার্ট মো:রাকিব, নাট্যকর্মী এমরান হোসেন মিঠু, নাট্যকর্মী মোঃ রাশেদ, বৃষ্টি দাশ, কবিয়াল হরিপদ দেয়ারী, আজগর আলী, কাজলী আক্তার, ভাষ্কর পীযুষ সরকার প্রমুখ।