পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, গুজব রটালে তাদের কঠোর হাতে দমন করা হবে। জঙ্গিবাদ ও মাদকের মতো গুজবের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি আমরা।

তিনি বলেন, গুজব রোধে আগামীকাল থেকে সচেতনতা সপ্তাহ শুরু হবে। সমন্বিতভাবে আমরা কাজ করছি। মেট্রোপলিটন সিটিতে জন প্রতিনিধিরাও আমাদের সঙ্গে কাজ করবেন। থানা পর্যায়ে স্কুল-কলেজে যাবে পুলিশ। তাদের সহায়তা দেবে কমিউনিটি পুলিশ। আগামী শুক্রবার জুমার নামাজে খুতবায় ইমামরা বয়ান করবেন।

বুধবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, সারাদেশে গুজবের কারণে এখন পর্যন্ত গণপিটুনিতে আটজনের মৃত্যু হয়েছে। প্রতিটি ঘটনা আমরা তদন্ত করে দেখেছি, নিহত কেউ ছেলেধরা বা অপহরণকারী ছিলেন না। সবাই নিরীহ ও নিরপরাধ ছিলেন।

তিনি বলেন, গুজব ছড়ানোর অপরাধে ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট ও ২৫টি ইউটিউব চ্যানেল এবং ১০টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশ ও বিদেশ থেকে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য গুজব ছড়াচ্ছে। অতীতে সব অপচেষ্টায় ব্যর্থ হয়ে তারা এখন এই পদ্ধতি বেছে নিয়েছে। আমরা তথ্য পেয়েছি, এদের অনেকে সরকার বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত। দুবাই থেকে এক ব্যক্তি পোস্ট করেন, ‘পদ্মা সেতুতে মাথা লাগবে’। তিনিও সরকার বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানতে পেরেছে। সারাদেশে এখন পর্যন্ত ৩১টি মামলা হয়েছে। এর বিপরীতে ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা আহ্বান জানিয়েছি, কেউ আইন নিজের হাতে আইন তুলে নেবেন না। কাউকে হত্যা করবেন না।

পুলিশ মহাপরিদর্শক বলেন, নেত্রকোনায় রবিন নামে এক মাদকাসক্ত ব্যক্তি নেশার টাকার জন্য ব্লেড দিয়ে স্ত্রীর গলা কাটতে গিয়েছিলেন। এই অপরাধে তিনি জেলেও গিয়েছিলেন। বাড্ডার ঘটনাও ছিল গুজব। একজন নিরাপরাধ নারীকে পিটিয়ে মারা হলো।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here