সকালে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ডেনভারের কোনি মোলসিস। গন্তব্য ডেনভার বিমানবন্দর। নির্দিষ্ট সময়ে বিমান ধরতে হবে। তাই গুগল ম্যাপে দেখে নিলেন সংক্ষিপ্ত রাস্তা। কিন্তু বাঁধ সাধল কাদা। গুগলের দেখানো পথে গিয়ে গাড়ি নিয়ে কাদায় আটকে গেলেন কোনি মোলসিস। শুধু কোনিই নন, গুগল ম্যাপের নেভিগেশনে দেখানো শর্ট-কাট নিতে গিয়ে বিপাকে পড়লেন শতাধিক চালক।

তাদের অভিযোগ, এ দিন সকালে বিমানবন্দর যাওয়ার প্রধান রাস্তায় জ্যাম দেখাচ্ছিল গুগল ম্যাপে। শর্টকাট হিসাবে দেখানো হয়েছিল একটি সরু রাস্তা। সেই মতোই গাড়ি নিয়ে সেই সরু রাস্তায় প্রবেশ করেন তারা। কিন্তু সরু পাকা রাস্তা ক্রমে বদলে যায় কাচা মাটির রাস্তায়। কিছু দূর যেতেই কাদাভরা নরম মাটির একটি মাঠের মাঝে এসে পৌঁছায় শত শত গাড়ি। কাদা মাঠের মাঝে গেঁথে যায় চাকা। গাড়িগুলো হয়ে যায় কার্যত অচল। এমন বিপদে পড়েন বিমানবন্দরগামী ট্যাক্সির আরোহীরাও। উপায় দেখে গাড়ি থেকে বেরিয়ে কাদা মাঠে হাঁটতে শুরু করেন তাঁরা। কেউ কেউ চড়ে বসেন অন্য কারও কম কাদায় থাকা গাড়িতে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here