নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে গাউছিয়া কমিটি বাংলাদেশ সারোয়াতলী ইউনিয়ন শাখার উদ্দ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার সারোয়াতলীর দেলোয়ার হোসেন সওদাগর জামে মসজিদের মাঠে ইউনিয়ন শাখার সভাপতি আহম্মদ সলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক ঈসমাইল শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সি। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মমতাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন আলকাদেরী, সাংগঠনিক সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ সাইফুল হক, দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা এসএম ফখরুদ্দিন ও মাওলানা আবদুল কুদ্দুছ। এসময় উপস্থিত ছিলেন সৈয়দুল হক কোম্পানী, এস্কান্দর আলম দিদার, শাহ আলম, এসএম মিজান, নুরুল আলম শিকদার, মাওলানা মোহাম্মদ ফোরকান, ইলিয়াছ সওদাগর, তৌফিকুল ইসলাম, আবু ছিদ্দিক, সোলায়মান বাদশা প্রমুখ।
এতে বক্তারা বলেন, দরিদ্র মানুষেরা আমাদের সমাজের অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র রমজানের যে আবেদন তা অনুসরণ করে সকলকে আদর্শিক জীবন গঠনের আহবান জানিয়েছেন বক্তারা।