চট্টগ্রামের চন্দনাইশে গলায় জ্যান্ত কৈ মাছ আটকে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তার নাম তৌফিক মোহাম্মদ ওসমানী টিপু (৫১)।
নিহত টিপু চন্দনাইশের বরমা ইউনিয়ন কৃষক লীগের সভাপতির ও ওই ইউনিয়নের পশ্চিম বাইনজুরী গ্রামের মৃত ওসমান গনির ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে এক ব্যক্তির পুকুরে মাছ ধরছিলেন টিপু। একটি কৈ ধরে মুখে দাঁতে চেপে রেখে আরেকটি ধরার জন্য পানিতে ডুব দিয়েছিলেন। কিন্তু অসাবধানবশত মাছটি গলায় ঢুকে আটকে যায় এবং এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দুপুরের দিকে প্রতিবেশীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তৌফিক মোহাম্মদ ওসমানী টিপু চট্টগ্রাম এমইএস কলেজে লেখাপড়া করেছেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, অজ্ঞান অবস্থায় এক লোককে হাসপাতালে আনা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, তার গলায় একটি মাছ আটকে গিয়েছিলো।