গবেষণা সফরে ফিলিপাইন যাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ফারুক ইসলাম

0
335

নিজস্ব প্রতিবেদক : ‘আধুনিক স্কুল ম্যানেজমেন্ট অনুশীলন’ বিষয়ে গবেষণা সফরে অংশ নিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.ফারুক ইসলাম ফিলিপাইন যাচ্ছেন।

সরকারি এ সফরে যোগ দিতে তিনি আগামী ৯ জুন ফিলিপাইনের উদ্দেশ্যে যাত্রা করবেন। আগামী ১০জুন থেকে ১৬ জুন ফিলিপাইনে আয়োজিত ‘আধুনিক স্কুল ম্যানেজমেন্ট অনুশীলন’ এ অংশ নেবেন এবং ১৭ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। এ সফরে দেশের ২৫ জন শিক্ষক অংশ নিচ্ছেন।

প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নাজমা শেখ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ২০১২ সালের ৫ সেপ্টেম্বর যোগদান করেন মো. ফারুক ইসলাম। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়া রুহুল আমিনের বাড়ির মো. নুরুল ইসলাম ও আয়েশা বেগমের ৩ ছেলে ও এক মেয়ের মধ্যে ফারুক ইসলাম বড়।

শিক্ষক ফারুক ইসলাম আলোকিত বোয়ালখালীকে বলেন, ‘সরকারের উদ্যোগে এ ধরণের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগাবেন শিক্ষক সমাজ।’

বর্তমান সরকারের এ মহতী উদ্যোগ সার্থক ও সফলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

এবি/সবুজ/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here