আবো. প্রতিবেদক :

খেলাঘর বোয়ালখালী উপজেলার ২য় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবের আমেজে মেতে উঠে শিশুরার। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় জাতীয় সংগীত ও খেলাঘর সংগীত পরিবেশনের মাধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে খেলাঘরের ২য় সম্মেলনের উদ্বোধন হয়েছে। এসময় শিশুদের কলকাকলীতে মুখরিত হয়ে উঠে কেন্দ্রীয় শহিদ মিনার। হরেক রকমের বাশীঁতে ফু দিয়ে জানান দেয় তাদের আগমনের বার্তা।

উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মিলনায়তনে শিশুদের বর্ণিল পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

সম্মেলনে প্রধান অতিথি খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী বলেন- দেশের অধিকাংশ শিশু প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। লাখো শহিদের রক্তের বিনিময়ে পাওয়া এ দেশের কোন শিশু অনাহারে, অর্ধাহারে থাকবে, বেড়ে উঠার উপযুক্ত পরিবেশের নিশ্চিয়তা পাবে না এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযদ্ধের চেতনায় দেশ গড়ে তুলতে হবে।

অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক আকতার হোসেন, সদস্য প্রদীপ ভট্টাচার্য্য,চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েল আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর এ বি এম আবু নোমান, সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য, সহসভাপতি অধ্যাপক ভগীরথ দাশ, অধ্যাপক বিপ্লব বসু, সুবিমল ঘোষ,বোয়ালখালী পৌর সভার মহিলা কাউন্সিলর এডভোকেট শাহনাজ পারভিন নিলু।

সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন কাজল নন্দী। বক্তব্য রাখেন জামাল আবদুল নাসের, নন্দন দত্ত, প্রণব রায় মিত্র, জয়নাল ফারুক মোর্শেদ,জুয়েল চৌধুরী, সজিব কুমার নাথ,সরোজ বড়ুয়া পল্লব,প্রবীর শীল।

শোক প্রস্তাব পাঠ করেন জান্নাতুল ফেরদৌস, দাবীনামা পাঠ করেন রাজিয়া সুলতানা, খেলাঘরের ঘোষনাপত্র পাঠ করেন ঐশী দে। সাংগঠনিক অধিবেশনে আবুল ফজল বাবুলকে সভাপতি কাজল নন্দীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটি গঠিত হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যদের খেলাঘরের শপথ পাঠ করান কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আলী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here