আলোকিত ডেস্ক : বোয়ালখালীর খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসায় ২০২০-২০২১ সালের আলিম শ্রেণির শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২ ডিসেম্বর মাদ্রাসা অধ্যক্ষ পীরে তরিক্বত মুফতি আবদুর রহীম আলকাদেরীর সভাপতিত্বে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার শিক্ষক মাসুমউল কালামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল করিম আলকাদেরী, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা গোলাম হোসেন আনসারী, মাওলানা নাসিরুল হক নোমানী, মাওলানা মাহবুবুল আলম, নুরুল আবচার মাহমুদ, মো. এম কালাম, ছাবের আহম্মদ, মাওলানা আবু তালেব, মাস্টার আনাছ হোসেন, মোস্তাক আহমেদ কুতুবী, এটিএম আবুল কাশেম, মাওলানা নজির আহম্মদ নক্সসবন্দি, মাওলানা হাফিজুর রহমান,  মাওলানা আবদুল কুদ্দুস,  আবদুল ছবুর, মাওলানা মাহবুবুল আলম,  মাওলানা ফরিদ উদ্দীন, মাওলানা মোজাম্মেল হোসেন প্রমুখ।

অধ্যক্ষ মুফতি আবদুর রহীম আলকাদেরী বলেন, আজ আমাদের সমাজ ইসলাম ধর্মের নামে বিভিন্ন কুসংস্কারে পরিপূর্ণ। ধর্মীয় জ্ঞান না থাকায় অনেক শিক্ষিত ব্যক্তিরাই ভুল মাছালা দিয়ে থাকে। কিন্তু তোমরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কুসংস্কার দূর করার দায়িত্ব নিতে হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here