বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী বহদ্দারপাড়ায় সুলতানপুরীর আস্তানা খায়ের ভাণ্ডার দরবার শরীফে ৩২তম বেলায়ত বার্ষিকী ওরশ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) আয়োজিত মিলাদ মাহফিলে ওরশ পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল হাশেম মতির সঞ্চালনায় ও দরবারের সাজ্জাদানশীন আলহাজ্ব মাওলানা শামসুল আলম খায়েরী সভাপতিত্বে মেহমানে আলা ছিলেন আওলাদে রসূল (দ.) মুফতি আজম হুজ্জাতুল মোবাল্লিক সুলতানপুরী। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও ওরশ পরিচালনা কমিটির আহ্বায়ক মো.সোলাইমান বাবুল।
ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল সকালে খতমে কোরআন, বাদে আসর খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, রাতে আধ্যাত্মিক গান ও বাদে ফজর আখেরী মোনাজাত শেষে তবারুক বিতরণ। খবর বিজ্ঞপ্তি