প্রতিনিধি
খাগড়াছড়িতে হাজার বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান ও স্বধর্ম শ্রবণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) খাগড়াছড়ি সদরের মধুপুর মাঠে এ আয়োজন করা হয়।
একসাথে হাজারের অধিক ভান্তে/ভিক্ষু সংঘকে পিণ্ডদান দেয়ার নজিরবিহীন দৃষ্টান্ত দেশে এটিই প্রথম। বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া ও প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এরকম আয়োজন প্রতি বছর অনুষ্ঠিত হলেও আমাদের দেশে ইতিপূর্বে এমন অনুষ্ঠান কখনও হয়নি।
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মীয় অঙ্গনে অত্যন্ত সুপরিচিত মুখ, বিশিষ্ট সংঘরাজ ও গামাঢ়ীঢালা বন বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ বোধিপাল মহাথেরো এরকম একটি মহৎ অভিপ্রায় ব্যক্ত করলে খাগড়াছড়ি সদর উপজেলাধীন মধুপুর নিবাসী ইঞ্জিনিয়ার সুব্রত ও তার পরিবারবর্গ উদ্যোগ নেন। এই অনুষ্ঠানটি আয়োজনে তাদের পরিবারের উদ্যোগে ও খাগড়াছড়িবাসীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
আগত অতিথিরা এই উদ্যোকে একট মহৎ উদ্যোগ বলেছেন। এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে পূন্যবান মনে করছেন।
অনুষ্ঠানে আসা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া ও নীলোৎপল খীসা বলেছেন, এটি বৌদ্ধ ধর্মকে জাগ্রত করে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য এটি একটি মহৎ উদ্যোগ।
অনুষ্ঠানে শুধু পিণ্ডদান নয়, বুদ্ধমুর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, কল্পতরুদান, স্বধর্ম শ্রবণসহ দেশ-জাতির জন্য শান্তি কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তী চাকমাসহ হাজারো পূন্যার্থী অংশগ্রহণ করেন।