নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীর কড়লডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও অভিবাবক সমাবেশ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপরে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মু. আজিজুল হক মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক লন্ডন প্রবাসী মাহবুবুর রহমান খান বাবু।
মাদরাসার সহ-সুপার মাওলানা মু. নুরুল ইসলাম রহিমীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মাদরাসার সুপার মাওলানা মু. জাহিদুল হক আলকাদেরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা দরকার। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। এ ছাড়া নিজ পড়ার টেবিলের মতো বাসাবাড়ির চারপাশটা পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্নতার বিষয়ে অন্যদের উৎসাহী করতে হবে।