নগর প্রতিবেদক :
আগামীকাল রবিবার ১৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন চার ঘণ্টা বন্ধ থাকবে চট্টগ্রামসহ দেশের সব সিএনজি স্টেশন। বিদ্যুতের চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ১৯ সেপ্টেম্বর রবিবার থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশনসমূহে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বিষয়টি নিশ্চিত করে জ্বালানি বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান জানিয়েছেন, দেশের সব সিএনজি স্টেশন প্রতিদিন চার ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ সিদ্ধান্ত আগামী রবিবার বিকাল থেকে কার্যকর হবে।