বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি প্রয়াত মঈনউদ্দিন খান বাদল স্মরণে এক শোকসভা কাল বুধবার নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাসদ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বীয়া। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মো, হাসেম।

উক্ত শোকসভায় সকলকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাসদ চট্টগ্রাম নেতৃবৃন্দ যথাক্রমে ইন্দু নন্দন দত্ত, নুরুল আলম মন্টু, জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সৈয়দুল আলম, ভানুরঞ্জন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, এস এম আক্তারুল আলম, মাহবুুবুল হক এক যুক্ত বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here