নিজস্ব প্রতিবেদক :

কালুরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নাছের উদ্দিনের (৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন জানান, মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হন নাছের।

তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী চান্দার পাড়া এলাকার আতাউর রহমানের ছেলে নাছের উদ্দিন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here