নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের জনগণের প্রাণের দাবী বোয়ালখালী-কালুরঘাট রেল কাম সড়ক সেতু দ্রুত নির্মাণ বাস্তবায়নের দাবীতে উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও জনতার অংশ গ্রহণে আগামী শনিবার (৬ জুলাই) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কালুরঘাট সেতুর পূর্ব পার্শ্বে অনশন কর্মসূচী ও গণজমায়েত অনুষ্ঠিত হবে।

বোয়ালখালীর সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণ আয়োজিত প্রাণের দাবির এই কর্মসূচির প্রতি সংহতি ও সমর্থন জ্ঞাপন করেছে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ।

সর্বস্তরের জনগণের প্রতি দলমত-নির্বিশেষে এই কর্মসূচিতে যোগদান করে সফল করার আহবান জানিয়েছেন বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. আবদুল মোমিন, যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম, সদস্য সচিব রমেন দাশগুপ্ত ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here