নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের গণ মানুষের প্রাণের দাবি বোয়ালখালী-কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধাদের অনশন কর্মসূচি আগামী ৬ জুলাই শনিবার।
বোয়ালখালী উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধাগণের আয়োজনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের অংশ গ্রহণে শনিবার সকাল ৮টা থেকে কালুরঘাট সেতুর পূর্বপাড়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. হারুন মিয়া।
এছাড়া কর্মসূচিতে কবিগান এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হবে। এতে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার মো. হারুন মিয়া।