আলোকিত ডেস্ক : কালুরঘাট নতুন রেল কাম সড়ক সেতু নির্মাণের দাবি জানিয়েছে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ । বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নগরীর বহদ্দারহাট মোড়ে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা এ দাবি জানান।
কালুরঘাট নতুন সেতু নির্মাণ করে চট্টগ্রামবাসীর জনদূর্ভোগ লাঘবে এগিয়ে আসার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন,  কালুরঘাট রেল সেতু বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অবিলম্বে কালুরঘাট নতুন রেল কাম সড়ক সেতু নির্মাণ করতে হবে। বক্তারা আরো বলেন, বীর চট্টলাবাসীর জনদূর্ভোগ নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে চেয়ে আছেন। তিনি অবশ্যই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।
চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি আলী আহমেদ শাহিন ও সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ইন্দু নন্দন দত্ত, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ চৌধুরী, জাসদনেতা ভানুরঞ্জন চক্রবর্তী, আওয়ামীলীগ নেত্রী শাহিদা আক্তার জাহান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ হাশেম, শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মুহাম্মদ ছানা উল্লাহ, কবি এহসান মাহমুদ আলম, চিটাগং উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক পারভীন আক্তার চৌধুরী, চান্দগাঁও চব্বিশ মহল্লার সর্দার কমিটির সভাপতি সরোয়ার আলম চৌধুরী, ক্রাইম রির্পোটার সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান সাংবাসিদক সরোয়ার উল আলম, বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. সৈয়দুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার আজম, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগ উত্তর জেলার সভাপতি বখতিয়ার হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা এমএ সালাম, মুক্তিযোদ্ধা দয়াল হরি দে, জাতীয় মানবাধিকার ইউনিটির জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন, শিল্পী নুরুন্নবী চৌধুরী জনি, চবিসাস সাধারণ সম্পাদক নাসির হোসাইন জীবন, রুপসী বাংলার সম্পাদক হারুন রশিদ, আরিফ আকবর, ছলিমুর রহমান আল আমিন, জাসদনেতা আক্তারুল আলম, জাতীয় পার্টির নেতা এম আজগর আলী, প্রতিবন্ধী ফাউন্ডেশনের এসএম শফিকুর রহমান, সাংবাদিক এন পি সাগর, বঞ্চিত শিশু অধিকারের মোহাম্মদ আলী, মো: জামাল উদ্দিন, কামরুল হাসান আরমান, বোয়ালখালী উপজেলা জাসদ সাধারণ সম্পাদক ওবাইদুল হক, আনিস আহমেদ খোকন, জামাল উদ্দিন কান্টু, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, সাইদুল ইসলাম মাসুম, শেখ আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা আসিফ চৌধুরী, মো: আব্দুল্লাহ, জাতীয় মানবাধিকার ইউনিটি বাকলিয়া থানা সভাপতি মো: ইসহাক, চান্দগাঁও থানা সভাপতি হাসান লেদু, মহানগরের সহ-সভাপতি শাহজাহান, কোতোয়ালী থানার সভাপতি খোরশেদ আলম, বিভাগীয় সভাপতি হাসান মুরাদ, মহানগরের পরিদর্শক হোসনে আরা বেগম মুন্নি  প্রমুখ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here