নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে নির্মিত হতে যাচ্ছে দুই কিংবদন্তির ভাস্কর্য। বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় স্যার আশুতোষ সরকারি কলেজ, ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়, কানুনগোপাড়া মুক্তকেশী বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা রত্নগর্ভা দত্ত পরিবারের জৈষ্ট্যসন্তান ডেপুটি ম্যাজিষ্ট্রেট রেবতী রমণ দত্ত ও ৩য় সন্তান স্বামী বিদ্যারণ্য ড. বিভূতি ভূষণ দত্তের আবক্ষ স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে কানুনগোপাড়া ড.বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

১৮ জুলাই বৃহস্পতিবার ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় প্রতিষ্ঠার শত বছরের স্মৃতির উদ্দেশ্যে এ দুই কিংবদন্তির ভাস্কর্য নির্মাণের জন্য ভাস্কর ডি কে দাশ মামুনের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। চুুক্তি অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে বিদ্যালয় ক্যাম্পাসে দৃষ্টিনন্দন এ ভাস্কর্য দু’টি স্থায়ী ভাবে প্রদর্শিত হবে।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ, ভাস্কর ডি কে দাশ মামুন, আলোকিত বোয়ালখালীর সম্পাদক মো. তাজুল ইসলাম রাজু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় পাল, শিক্ষক পারভিন আকতার, অতসী চন্দ, স্বরূপ দাশ ও অফিস সহকারী গেীতম চৌধুরী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here