জার্মানির পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডাশ্চার রান্ডফাঙ্ক কোল (ওয়াইডিআর) এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য ফুটবল স্টেডিয়াম নির্মাণ করতে গিয়ে কমপক্ষে ১৪০০ নেপালি প্রাণ হারিয়েছেন। তথ্যচিত্রভিত্তিক ওই অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম দেয়া হয়েছে ‘ট্র্যাপড ইন কাতার’ অর্থাৎ কাতারের ফাঁদ।
এতে আরও দেখানো হয়েছে, উপসাগরীয় এ দেশটিতে কীভাবে নির্মাণাধীন ভবনগুলোর ভেতরেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন শ্রমিকরা। নিহতদের পরিবারের সদস্যরা কাতার সরকারের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণও পায়নি।
নেপালের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ রেগমি জানান, এটা একটা সত্য ঘটনা যে, গত কয়েক বছরে কাতারে অনেক নেপালি শ্রমিক তাদের জীবন হারিয়েছে।
প্রতিবেদন নেপাল সরকারের পরিসংখ্যান অনুয়ায়ী, দুর্ঘটনা এবং ঝুঁকিপূর্ণ ও নিম্নমানের জীবনযাপনের কারণে প্রতি বছর দেশটির প্রায় ১১০ জন মানুষ প্রাণ হারাচ্ছে কাতারে।