কর্ণফুলীর নদীর কালুরঘাটে সড়ক সেতু নির্মাণের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

ঘোষিত সড়ক সেতু দ্রুত নির্মাণের মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার বর্হিপ্রকাশ বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। এ দাবি বাস্তবায়িত হলে চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে জানিয়ে নেতৃবৃন্দ এ সেতু জননেত্রী শেখ হাসিনার নামে করার দাবি জানান।

বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম

একই সাথে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, চট্টগ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল ও বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি সৈয়দুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বোয়ালখালী উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, কালুরঘাটের সড়ক সেতু নির্মাণের মধ্য দিয়ে চট্টগ্রামের উন্নয়নের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রাণের দাবি এ সেতু নির্মাণের সকল জটিলতা নিরসন করে সরকার সুনির্দিষ্ট যে ঘোষণা দিয়েছেন তা সত্যিই আনন্দের। এখন দ্রুততম সময়ে নির্মাণ কাজ দেখার অপেক্ষায় রয়েছেন বোয়ালখালী তথা চট্টগ্রামবাসী।

গত ২৭ অক্টোবর চট্টগ্রামে আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশে কালুরঘাটে পাশাপাশি রেল এবং সড়ক সেতু নির্মাণ করার ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here