কোতোয়ালি থানা সুত্র জানায়, ওসি মহসিনের উদ্যোগে আগামীকাল থেকে ‘আমার ফার্মেসি’ এর কাজ শুরু হচ্ছে। যে কেউ হটলাইনে ফোন করলে স্বেচ্ছাসেবকরা বাসাতেই ওষুধ পৌঁছে দিবে। প্রায় সব ধরণের ওষুধই মিলবে ১৫ শতাংশ কম দামে। সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে করা এই উদ্যোগে ওসি মহসিনকে সহযোগিতা করছে বাইক স্টান্ট গ্রুপ ‘বিএম রাইডার্স’।
এখন থেকে কোতোয়ালি থানার হটলাইন ‘০১৮৭০ ৭০০৭০০’ এ ফোন দিয়ে সাধারণ মানুষ এ সেবা নিতে পারবেন। এর আগে ‘হ্যালো ওসি’ সেবা চালু করে দেশব্যাপী পরিচিতি পান জনবান্ধব এ পুলিশ কর্মকর্তা।

করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কৃত্রিম সঙ্কট এবং অতিরিক্ত দাম ঠেকাতেই মুলত সাধারণের কথা চিন্তা করে তিনি এ মহৎ উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘ওষুধ নিয়ে কিছু ব্যবসায়ী কারসাজি শুরু করেছে। কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়িয়েছে কয়েকগুণ। এমন পরিস্থিতিতে নগরবাসীকে ওষুধের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই আমাদের এই আয়োজন। বাড়তি দাম আমরাই ভর্তুকি দিয়ে কিনে তা নগরবাসীকে সরবরাহ করব। এতে ওষুধ নিয়ে মানুষের দুশ্চিন্তা কিছুটা হলেও লাঘব হবে।’

ওসি মহসীন আরও জানান, প্রেসক্রিপশন ছাড়া এবং কোর্সের অতিরিক্ত কোন ওষুধ ‘আমার ফার্মেসি’র মাধ্যমে বিক্রি করা হবে না। এটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here