আলোকিত ডেস্ক : বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস হতে বোয়ালখালী ও দেশবাসীর পরিত্রাণের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ময়দানে সকাল ৯টা হতে আরম্ভ হবে।
কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে কোরআন মজিদ, খতমে সহিহ্ বোখারী শরীফ, খতমে মজজুয়ায়ে সালাওয়াতে রাসূল (স.), খতমে গাউসিয়া শরীফ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার সভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরী মুন্সি উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।