করোনা পজিটিভ চোর, তাকে আটক করতে গিয়ে সংক্রমিত পুলিশ! ঘটনাটি ভারতের ভদোদরার দাভোই থানার অন্তর্গত এলাকার। পান মশলা চুরির অভিযোগে আটক করা হয় বছর ৫২-র এক ব্যক্তি ও তার সঙ্গীকে। আটক করার পরে স্বাস্থ্যপরীক্ষায় জানা যায় করোনা পজিটিভ ওই বৃদ্ধ।

পুলিশ জানিয়েছে, টিমবি গ্রামে রেললাইনের ধারের একটি দোকান থেকে প্রায় ৪ হাজার ২৬৫ টাকার পানমশলা চুরি করে পালিয়েছিলেন ওই দুই ব্যক্তি। এ ঘটনায় ওই দোকানের মালিক চুরির অভিযোগ দায়ের করেন দাভোই থানায়। তার ভিত্তিতেই ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
ডেপুটি পুলিশ সুপার কালপেশ সোলাঙ্কি বলেন, ‘নিয়ম অনুযায়ী ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করার আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষায় তাঁদের মধ্যে একজনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিদের আটক করতে যে যে পুলিশ কনস্টেবেল গিয়েছিলেন তাঁদেরও স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়। চারজনের রিপোর্ট নেগেটিভ আসলেও করোনা আক্রান্ত হয়ে পড়েছেন প্রধান পুলিশ কনস্টেবেল। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’

জেলার স্বাস্থ্য আধিকারিক উদয় তিলাভট জানান, ওই বৃদ্ধ কোথা থেকে সংক্রামিত হয়েছিলেন তা খুঁজে বার করার চেষ্টা চলছে। তিনি যে এলাকায় বসবাস করতেন সেই এলাকার ১৫০টি বাড়ি ও ৬০০ মানুষকে নজরে রাখা হয়েছে। আশেপাশের সাতটি এলাকাকে ‘বাফার জোন’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here