চীনের হুবেই প্রদেশের উহানে সৃষ্ট করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে পৃথিবীর আনাচে কানাচে। প্রতিদিনই প্রাণ কেড়ে নিচ্ছে সহস্রাধিক মানুষের। তেমনি নতুন করে আক্রন্তও হচ্ছেন অজস্র। ওয়ার্ডও মিটারের লাইভ তথ্য মতে, সোমবার (২৩ মার্চ) পর্যন্ত করোনায় সারাবিশ্বে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৩৮ জন। আর সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৪৩০ জন।

ওয়ার্ডও মিটারের তথ্য মতে শুধু রোববারই (২২ মার্চ) গোটা বিশ্বে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৬৩১ জন। এর মধ্যে ইতালিতেই ৬৫১ জন।
চীনের দাবি, তাদের দেশে করোনা নিয়ন্ত্রণে এসে গেছে, শনিবার প্রাণ হারিয়েছেন মাত্র ৯ জন। কিন্তু ইতালি তাদের পিছনে ফেলে এই মুহূর্তে বহু এগিয়ে, স্পেনেও ৩৯১ জন মারা গেছেন এ মারণ ভাইরাসে। ইরানে ১২৯ জন, ফ্রান্সে ১১২ জন, জার্মানিতে ১০ জন, সুইজারল্যান্ডে ১৮ জন, নেদারল্যান্ডে ৪৩ জন, ইন্দোনেশিয়ায় ১০ জন, অস্ট্রেলিয়ায় ৮ সহ বিভিন্ন দেশে করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন।
করোনায় কাঁপছে ব্রিটেন-আমেরিকাও। রোববার ব্রিটেনে মারা গেছেন ৮৪ জন, সংক্রমিত ৫৬৮৩ জন। আমেরিকায় প্রাণ হারিয়েছেন ১১৭ জন, মোট সংক্রমিত ৩৩৫৪৬ জন। এছাড়া বাংলাদেশে করোনার ছোবলে দু’জনের মৃত্যু এবং ২৭ জনের আক্রান্তের খবর দিয়েছে সরকার।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here