বোয়ালখালীতে করোনায় আক্রান্ত হয়ে ১২ ঘন্টার ব্যাবধানে পিতা-পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জুলাই) উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের চরখিজিরপুর এলাকার মাহাবু উল্লা বাড়ির পিতা আবু সৈয়দ চৌধুরী (৮০) ও ছেলে মো. আলমগীর (৩৫) এর মৃত্যুর ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয় মো.আলমগীর। তারপর দিন শুক্রবার আবু সৈয়দ চৌধুরী ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ৯টার দিকে আবু সৈয়দ চৌধুরী মারা যায়।

১২ ঘন্টার ব্যবধানে বুধবার সকাল ৯টার দিকে ছেলে মো. আলমগীর মারা যায়। পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। সবাইকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে এ কঠিন সময় পার করার আহবান জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here