নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে কোভিড-১৯ জনিত উদ্ভুত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার কানুনগোপাড়ার একটি কমিউনিটি সেন্টারে এ উপহার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম,সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে, প্যানেল চেয়ারম্যান আরেফা বেগম, ইউপি সদস্য মিনা দে ও কুমকুম চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। এর আগে দুপুরে কড়লডেঙ্গা ইউনিয়নে নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান, মো. বেলাল হোসেন, এস এম জসিম, আবদুল মান্নান মোনাফ ও বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।