দেবাশীষ বড়ুয়া রাজু
পটিয়া থানার ” লাখেরা গ্রামে করোনায় ক্ষতিগ্রস্থ বৌদ্ধ পরিবারের মাঝে অর্থ সহায়তা দিলেন আমেরিকায় ভার্জিনীয়ায় বসবাসকারী উপাসক / উপাসিকদের সংগঠন ” সম্যক প্রচেষ্টা “। শুক্রবার (১অক্টোবর) বিকেলে লাখেরা অভয় বিহারে এ অর্থ বিতরণ করেন,বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের।
এসময় উপস্থিত ছিলেন লাখেরা অভয় বিহারের ,অধ্যক্ষ ভদন্ত ভদ্রিয় মহাথের, বাংলাদেশ ব্যাংক উপ-পরিচালক ( অরসর প্রাপ্ত ), সমীর বড়ুয়া, চরকানাই ত্রিরত্নাঙ্কুর বিহারের অধ্যক্ষ ধর্মদর্শন থের, লাখেরা বৌদ্ধ সমিতির সভাপতি তুহিন বড়ুয়া, সাধারণ সম্পাদক সম্পদ বড়ুয়া প্রমূখ। লাখেরা গ্রামের জন্মজাত সন্তান আমেরিকার ভার্জিনিয়া বৌদ্ধ বিহারে অবস্থানরত ভদন্ত সুমনপাল মহাথের ‘র অনুপ্রেরণায় আমেরিকার নিউইয়র্কে বসবাসকারী লাখেরা গ্রামের শ্রীমতি বিদ্যারাণী বড়ুয়া, বাথুয়া গ্রামের- শ্রীমতি দেবী বড়ুয়া ; শ্রীমতি শিল্পী বড়ুয়া ; শ্রীমতি রুপালী বড়ুয়া ; শ্রীমতি কাকলী বড়ুয়া, বাবু কাজল বড়ুয়া, শ্রীমতি র্ঝণা বড়ুয়া, আমেরিকায় নিউজার্সিতে বসবাসকারী – শ্রীমতি লাকি বড়ুয়ার অর্থানুকুলে এই করোনা মহামারিতে সহায়তা প্রদান করা হয়।