বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৯৬ হাজার ২শ ৩ জন আক্রান্ত হয়েছেন। মধ্যেপ্রাচ্যে ইরানের পর একে একে আক্তান্ত হয়েছে কাতার, বাহরাইন, কুয়েতের নাগরিকরা।

এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন যায়েদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আরব আমিরাতে স্থানীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তারা। ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যমেও এ তথ্য প্রকাশিত হয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের প্রখ্যাত মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল তাওইল জানান, ‘আমি গোপন সূত্রে খবর পেয়েছি মোহাম্মদ বিন যায়েদ করোনায় আক্রান্ত হয়েছে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই বিষয়টি আরব আমিরাত রাজ পরিবার অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পর্যবেক্ষণ করছে।’

এদিকে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৩শ ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here