প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ প্রথম আঘাত করে চীনের উহান প্রদেশে। সেখান বর্তমানে ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ।

কিন্তু করোনা চীনে  যে গতিতে ছড়িয়েছিল বাইরে তার গতি ১৭ গুণ বেড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। অন্য দেশগুলোতে ১৭ গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে এমন তথ্য দিয়ে সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তবে করোনা উহান থেকে ছড়ালেও সেখান থেকেই ভালো খবর দিয়েছে চীনা কর্তৃপক্ষ। তাদের দেয়া তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শহরটিতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, দ্য স্ট্রেইট টাইমস ও ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, চীনের উহান থেকে ছড়ানো করোনা কয়েক সপ্তাহের মধ্যে চীনের গণ্ডি পেরিয়ে এশিয়ার অন্য দেশগুলোতে ছড়াতে থাকে। এরপর এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া। সবশেষে ইউরোপ ও আফ্রিকাতেও ছড়াতে শুরু করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ১৭টি অঙ্গরাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here