দেশে ২৪ ঘণ্টা নতুন করে আরও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ৩৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

এই ছয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে তিনজনের মৃত্যু হলো।

পুরনোদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সোমবার (২৩ মার্চ) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই তথ্য জানিয়েছেন।

এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে দেশে একজন চিকিৎসক ও দুইজন সেবিকা করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

ছয়জনের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন।আক্রান্ত মোট ৩৩ জনের মধ্যে ১৫জন ঢাকার বাসিন্দা।

নতুন করে আক্রান্ত ছয়জনের মধ্যে বিশ থেকে ত্রিশের মধ্যে একজন, ত্রিশ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন। ৪০ থেকে ৫০ বয়সের মধ্যে একজন, ষাটোর্ধ দুইজন।

এদের মধ্যে দেশের বাইরে থেকে এসেছেন দুইজন। ভারত ও বাহরাইন থেকে তারা এসেছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here