অনলাইন ডেস্ক : কয়েক দিনের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সারাদেশেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। অবসান ঘটতে যাচ্ছে গরমের। চলমান মৃদু তাপদাহের মধ্যে দু-একদিনের মধ্যে ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের অধিকাংশ এলাকায় মুষলধারে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অফিস জানিয়েছে, দুই সপ্তাহ ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙামাটিতে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুস্ক থাকবে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।
ঢাকা আবহাওয়া অফিসের কর্তব্যরত আবহাওয়াবিদ আবদুর রহমান খান জানান, মঙ্গলবার রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় মুষলধারে বৃষ্টি নামতে পারে। এ ছাড়া দেশজুড়ে তাপমাত্রাও কিছুটা কমে আসতে শুরু করেছে বলে জানান তিনি।