নিজস্ব প্রতিবেদক:

বোয়ালখালীতে এক কৃষকের গোয়ালঘর থেকে গরুর বাচুর চুরি করে নিয়ে গেছে চোরের দল। ১৩ জুন রবিবার রাত ৮টার দিকে উপজেলার কধুরখীল ৯নং ওয়ার্ড এলাকা থেকে রাতে আধারে গরুর বাচুর চুরির ঘটনা ঘটেছে। গরুর মালিক অপু দে জানান, আমার ঘরটি রাস্তার পাশে। একই সাথে গোয়ালঘরও। রাত পৌণে আটটার দিকে একটি সিএনজি ট্যাক্সি বাড়ির পাশে এসে দাঁড়ায়। সিএনজি টেক্সীটি খারাপ হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে তারা তা মেরামত করতে থাকে। কিছু সময় নিয়ে ট্যাক্সিটি চলে যায়। পরক্ষণে গোয়ালঘরে দেখি গরুর বাচুরটি নাই। বাচুরটির মূল্যে আনুমানিক ২০হাজার টাকা হবে বলে জানিয়েছেন তিনি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here