নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীর মধ্যম কধুরখীল সার্বজনীন জ্বালাকুমারীবাড়ী মন্দিরে ভক্ত অনুরক্তদের আয়োজনে অনুষ্টিত হয়েছে জ্বালাকুমারী পুজা। ১১মে শনিবার এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
পন্ডিত দেবাশীষ চক্রবর্তী দেবু’র পুরোহিত্যে পুজায় অংশ গ্রহণ করেন এলাকার ধর্মপ্রাণ ভক্ত অনুরক্তবৃন্দ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. মৃদুল মল্লিক, ডা. শিল্পী চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস (টিটু), সুদন চৌধুরী, শিমুল শীল, উত্তম দত্ত, পার্থ বিশ্বাস, পিন্টু চৌধুরী, বিভু চক্রবর্তী, হ্যাপী বিশ্বাস, সৌরভ দত্ত, নয়ন চৌধুরী, কৌশিক দত্ত, সুজন দত্ত, বিধান চৌধুরী ও সুজন শীল। পুজা শেষে ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
এবি/আরডি/সবুজ