বোয়ালখালীতে শ্রী শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজের ১৬৯তম আবির্ভাব মহোৎসব সম্পন্ন হয়েছে। কধুরখীল জগদানন্দ মিশনের উদ্যোগে আয়োজিত গত ১ জানুয়ারী বুধবার শুরু হওয়ায় এ মহোৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার উষালগ্নে সমাপ্তি ঘটে।

এ উপলক্ষে আয়োজিত ধর্মসভা উৎসব উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণজেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদ।

টিটন দে টিটু’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইউপি পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস.এম জসিম, কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, পূর্বাঞ্চল পোষ্ট মাষ্টার জেনারেল আনন্দ মোহন দত্ত, প্রকৌশলী চন্দন দাশ, মিশনের স্থায়ী পর্ষদের সভাপতি বিকাশ দেওয়ানজী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সজল চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভানু ভূষন চৌধুরী, পার্থ সারথী চৌধুরী, শান্তুনু চন্দ, সন্তোষ চৌধুরী, বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, রাজীব চক্রবর্তী, নন্দন দত্ত, স্বপন শীল, বিষু চৌধুরী, নবজিৎ চৌধুরী রানা,চিন্ময় চৌধুরী, বিপ্লব চৌধুরী, মিথুন চৌধুরী, যীশু নাথ, অরবিন্দু চৌধুরী, সুব্রত চৌধুরী, অলক দে, বাবলু দে, জনি চৌধুরী, রাজু রায়, শংকু রায়,পিপলু নাথ, রিমন চৌধুরী, অভি দেওয়ানজী, দিপ্তী চৌধুরী প্রমুখ।

সভাশেষে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান পরিবেশন করেন সংগীত শিল্পী সঞ্জিত আচার্য্য, শিউলী মজুমদার ও জগদানন্দ শিল্পী গোষ্টী।

এছাড়া আয়োজনের মধ্যে ছিল মহানাম যজ্ঞের শুভ অধিবাস,অষ্টপ্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ, সপ্তশতী গীতাযজ্ঞ, গুরু পূজা, অন্ন প্রসাদ আস্বাদন, উষালগ্নে মহানাম যজ্ঞের পূর্ণাহুতি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here