নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালীতে ঐতিহ্যবাহী কধুরখীল জগদানন্দ মিশনের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে রথযাত্রার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন, আমুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল দে, মিশন পরিচালনা পর্ষদের সভাপতি বিকাশ দেওয়ানজী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, প্রভাকর ব্রহ্মচারী, ছোটন চক্রবর্তী, মাষ্টার সুধীর চন্দ্র নাথ, ডা.সুকুমার নাথ, টাবু দে, সরোজ চৌধুরী, মিল্টন চৌধুরী, অরবিন্দ চৌধুরী, বিকাশ নাথ, প্রসেনজিৎ দাশগুপ্ত রাজা, খেলন রায়, সজীব দেবনাথ, সচীন্দ্র নাথ, কৃষাণ চৌধুরী পলাশ, মাইকেল দেবনাথ, জয় দে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে নানান কর্মসূচি পালন করা হয়। দুপুরে কীর্তনসহকারে বর্ণাঢ্য রথযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দিরে শেষ হয়।