নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শফিউল আজম শেফু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি নৌকা প্রতীকে ৪হাজার ৫৮৫ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী আবু জাফর মোহাম্মদ মুছা মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১হাজার ৭৫২ ভোট। অপর স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম খোকন আনারস প্রতীকে পেয়েছেন ৭৫৪ ভোট।

সোমবার (১৪ অক্টোবর) কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, মহিলা সংরক্ষিত সদস্য পদে ১১জন ও সদস্য পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

দীর্ঘ ১৭ বছর পর কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে ছিলো নিরাপত্তার চাদরে ঢাকা। ১ জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব সদস্য, ১৩৮ জন পুলিশ ও ১২৬ জন আনসার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করেন।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রায় প্রতিটি কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন ছিলো চোখে পড়ার মতো। কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা ৮৫ বছরের বৃদ্ধা সালেহা বেগম জানান, খুব সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে এবার ভোট দিতে পেরে আনন্দ হচ্ছে। একাধিক প্রিসাইডিং অফিসার জানান, সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি নির্বাচনী ব্যবস্থায় ভোটারদের আস্থার প্রতিফলন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এবারের কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা রফিকুল ইসলাম। তিনি বলেন, কোনো সমস্যা হয়নি। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here