নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪টি, ইউপি সদস্য পদে ২৪টি ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাচন অফিস থেকে ইউপি চেয়ারম্যান ৪জন ও ইউপি সদস্য পদে ২৫ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
তিনি জানান, কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১২ সেপ্টেম্বর, যাচাই বাছাই ১৫ সেপ্টেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২২ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর ।
এর আগে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।