ঐতিহাসিক কারামতের সাক্ষী আহলা দরবার শরীফের সম্মুখস্থ দিঘী

আহলা দরবার শরীফের সম্মুখস্থ দিঘীটি কুতুবে জমান জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা (কঃ)’র ঐতিহাসিক কারামতের সাক্ষী তৎকালীন সময়ে আহলা দরবার শরীফ এলাকা জ্বিন-পরীদের আখড়া হিসেবে পরিচিত ছিল। ঝোপজঙ্গলের অস্থিত্ব তখনো বিদ্যমান ছিল। কথিত আছে, শেখ মোহাম্মদ গৌরী (ক) এর দোয়ার ফলশ্রুতিতে প্রতি শুক্রবার উক্ত দিঘী থেকে বিভিন্ন মেটালের থালাবাসন ও বিভিন্ন দ্রব্যাদি ভাসত এবং … Continue reading ঐতিহাসিক কারামতের সাক্ষী আহলা দরবার শরীফের সম্মুখস্থ দিঘী