নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সকল অসঙ্গতিকে রুখে দিতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে, সমাজ উন্নত হবে।
রবিবার (৬ অক্টোবর) রাত ৯টায় বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা সবুজ সংঘের দুর্গা পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য একটাই এ দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা। মদ, জুয়া, সন্ত্রাস, জঙ্গীবাদের ঠাঁই এদেশে হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, সহকারি কমিশনার(ভূমি) একরামুল ছিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সদস্য সচিব অমিত লালা,সাংবাদিক রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বোয়ালখালী সভাপতি সজল চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান মহিলা ঐক্য পরিষদ দক্ষিনজেলা সভাপতি রমা বৈদ্য, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, মুক্তিযোদ্ধা হারুন মিয়া পূজা পরিষদের অপু কুমার বৈদ্য, বিধান মোহরের।।