নিজস্ব প্রতিবেদক : উপজেলার সৈয়দপুর এ নূর ব্লসম স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল ঔষধি বৃক্ষ পরিচিতি মেলা। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের শিক্ষার্থীদের জন্য এ মেলা ছিল উন্মুক্ত।
এতে ১৫টি স্টলে ৭৫টি নানান জাতের উপকারি ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় শিক্ষার্থীদের।
দুপুরে মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবর। এতে প্রধান অতিথি ছিলেন পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকি, পৌর প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, সমাজসেবক হাজী শেখ মো. সালাউদ্দিন, সংগঠক আনিসুর রহমান বাবর, ইউপি সদস্য নুরুল আবছার, শিক্ষক ইমরান হোসেন, জাবেদ হোসেন টিপু, মোজাম্মেল হক খান, জামাল হোসেন, নাসরিন আকতার পিংকি, জাকির হোসেন, মো. নুরুল কবির, সজল দাশ প্রমুখ।