নিজস্ব প্রতিবেদক:

বোয়ালখালীতে ৩ বছরের শিশুকে ভর্তি দেখিয়ে পূর্ব চরখিজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের এক সদস্যের ভাই। এ নিয়ে অভিভাবক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) এ ব্যাপারে পূর্ব চরখিজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আবদুর রহিম, শিক্ষানুরাগী সদস্য আবদুল করিম, অভিভাবক সদস্য প্রার্থী মো. ফরিদুল আলম, সাজু বেগম, মো. গিয়াস উদ্দিন ও উম্মে হানি ডেজী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিভাবক সদস্য প্রার্থী ছগীর আহমদের প্রার্থীতা বাতিলের জন্য আবেদন জানিয়েছেন ।

বিদ্যালয়ের দাতা সদস্য আবদুর রহিম বলেন, বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদে আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচনের কথা রয়েছে। এতে স্থানীয় ইউপি সদস্য বশির আহমদের ভাই ছগীর আহমদের ৩ বছর বয়সী শিশু কন্যাকে ভর্তি দেখিয়ে সাধারণ অভিভাবক সদস্য প্রার্থী করা হয়েছে। যা সরকারি নীতিমালার পরিপন্থি। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও মহোদয়ের কাছে লিখিত আবেদন জানিয়েছি।

পূর্ব চরখিজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আবারো যোগাযোগের চেষ্ঠা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহেদা বেগম বলেন, এ বিষয়ে আমি অবগত হয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স প্রাক-প্রাথমিকে ৫ বছর বা তার উর্ধ্বে এবং প্রথম শ্রেণিতে ভর্তি জন্য ৬ বছর বা তার উর্ধ্বে হতে হবে। এর নিচে ভর্তির সুযোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, লিখিত অভিযোগ পেয়ে তা তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here